তোমাকে ছুঁতে পারিনি
লুকিয়ে রাখি ইচ্ছে গুলো মনের
ভেতর, সবার কি সব ইচ্ছে
পুরন হয়! তবুও স্বপ্ন আসে
শেষ রাতের সাহসী স্বপ্নের
মতো।

ছুঁতে ভালোবাসা সে আপন
করে কখনো কখনো
পরাজিত হতে চেয়ে নিজেকে
আবিষ্কার করেছি তোমার
অনুযোগে।

ভালোবাসা সে এক
অন্যরকম পাওয়া যার শেষ
বলে কিছু নেই, আছে
অবিনাশী স্বপ্ন এবং প্রেম
যেখানে লুকিয়ে থাকে সমস্ত
চাওয়া পাওয়া।