যেদিন প্রথম তোমায় দেখে
ছিলাম ভালোবাসার
লুকায়িত আলিঙ্গনে-
সেদিনই স্বপ্নের বীজ বপন
করেছিলাম।

'স্বপ্ন আসুক আমাদের ভাঙ্গা
ঘরের চালের ফুঁটো দিয়ে'
স্বপ্ন আসবে তুমিই বলেছিলে!
কিন্তু কতগুলো বসন্ত
কতগুলো বছর চলে গেল
জীবন থেকে
শুধু জীবন জয়ের গানে
নীলাঞ্জনা।

স্বপ্নটা আজ যদি সত্যি হতো
যদি তুমিও থাকতে পাশে
তবে নিশ্চয়ই স্বপ্নের পথে হেটে যেতাম,
অনায়াসেই গান গাইতাম সমস্ত অনুভূতিতে
থাকতো স্বজন চির আপন
আগত প্রজন্ম।