লাঙ্গল তার ফলাতে ধার দেয়
চকচক করে উঠে ফলা
যেন রোদের ঝলক সূর্যের
ভোরের সূর্য উঠার আগেই
আজ লাঙ্গল তৈরি জমিতে
চাষ করবে, বুনবে ফসল
লাঙ্গল চোখ বন্ধ করে হাসে
আর স্বপ্নে বিভোর হয়।
শিশির সিক্ত জমি আর
অপেক্ষা করতেই চায় না
কখন আসবে সে?
লাঙ্গল আসে তৃষ্ণার্ত হয়ে
চুসে নেবে সব সিক্ত জমির
পা রাখে সিক্ত জমিতে
চাষ শুরু করে আর
অপেক্ষার প্রহর শেষ হয়
সিক্ত জমির।