বিপ্লবে মিশিয়ে দেও তারুণ্য
মুক্তবুদ্ধির আলো তাতে
লাগাও আগুন যে সে
জ্বলবেই আর সেই আগুনের
তাপে পুড়ে ছারখার হবে
অমানিশা, আলো আসবে
জ্বালিয়ে দেবে সব অনাচার,
মুক্ত তুমি স্বাধীনতা ভোগে তা
নিয়ে কেন করছো তাচ্ছিল্য।

বিক্রমাদিত্য গুপ্ত