স্পর্শে অনুভূতির জন্ম হলে
পুলকিত মন শরীর লুকায়িত
কামনা শরীরে ভালোবাসার
সুবাসিত গন্ধ, তবে কি আজ
স্পর্শের অনুভূতি জাগাতে চলে
এসেছো তুমি, প্রশান্তির
ভালোবাসা হয় নীলাঞ্জনা।
এখানে ভরা পূর্ণিমা জ্যোৎস্নার প্লাবন শরীরে শরীরে ভালোবাসার
গন্ধ, বিরহী নয় আছে প্রগাঢ়
বিশ্বাসে ছুঁয়ে যাওয়া মন,
লুকায়িত চাঁদে হাসি মাখা মুখ
কতটা কাছে এলে শরীরে হয়
শ্রাবণধারা নীলাঞ্জনা।
__________
সম্পাদনা
লালমনিরহাট
০২.০৭.২০২৪