ছুঁয়ে যাওয়া মন
রাত আসে চুপিচুপি
তুমি গান গাও ভালোবাসার
মোহিত করো অজানা
শিহরণে,
ভালবাসা অবিনাশী পাওয়ায়
আজ আসে রাত পূর্নতা এনে
কাছে আসে ভালোবাসা ছুঁয়ে
যাওয়া মনে।
হে প্রেম প্রেয়সী হে আমার রাণী
এসো জয় করি প্রেম ছুঁয়ে সেই
ভালবাসা,
রক্তের প্রগাঢ়তা বেড়ে যায় তোমাকে ছুঁলে
ছুঁয়ে যাক মন তোমার কোমল স্পর্শে।