স্বপ্ন এবং বাস্তবতায় তুমিতো
এসেছিলে কবির কবিতায়
বলেছিল ভালোবাসো জীবন
জয়ের গানে তুমিও সেদিন
কথা দিয়েছিলে থাকবে
সমস্ত কিছুতেই সুখে কিংবা
দুখে।
কবিতার মতো উচ্চারিত হয়ে
সেদিন আকাশে উঠেছিল
জ্যোৎস্না প্লাবিত চাঁদ কবি
তখন অবগাহন করলেন
জ্যোৎস্নার প্লাবনে।
তোমাকে যে দিন আবিষ্কার
করেছিল কবি অবিনাশী
কবিতায়, স্বপ্ন এবং
বাস্তবতায় তোমাকে ছুঁয়ে
দেখে সত্যিই আবিষ্কার করে
কবি অবিনাশী কবিতায়।