উৎসর্গ: কবি অনামিকা শাও

নীলাঞ্জনা
অনিন্দ্যসুন্দরে অবিনাশী হলো
কবিতা,
ভালোবাসার শুদ্ধ উচ্চারণ হলো কবিতা,
প্রেমিকের নিংড়ানো ভালবাসা
আত্ম কথন হলো কবিতা,
জাগ্রত চেতনার অগ্নিময় পথ
হলো কবিতা,
কবি এবং কবিতার সম্মিলিত
উচ্চারিত শব্দের উদ্ভাসিত সত্য
হলো প্রেম শাশ্বত এবং সুন্দর।