(সোনালী ঘোষকে নিবেদন)

নীলাঞ্জনা
এই চোখে কি আছে তোর; নদী না সমুদ্র? গভীর প্রেম আত্নবিশ্বাস খুঁজে কবিও পরাজিত হয় লিখে কতশত কবিতা যার প্রতিটি শব্দে শুধুই তোর জয়গান, কবিতার মতো চিরন্তন, যে চোখের তাকালেই পরাজিত হয় নতুন প্রেমে আসে বাসন্তিকা নব ফাল্গুনী।

নীলাঞ্জনা
মুগ্ধতা ছড়িয়ে দেয় হাসি ভালোবাসা অনাবিল আনন্দ মিলিয়ে প্রশান্তি আসে মনে কবিতার পাঠক হবি তুই?
আমার সমস্ত কবিতায়; নিরানন্দ ভুলে আনন্দে চিত্ত নাচে, কবি বলে উঠে চোখতো নয় যেন সমুদ্র সেখানেই সে ধরে রাখে প্রেম।

নীলাঞ্জনা
নদী মিলে সমুদ্রে মহামিলনে আর তোর চোখ সত্যিই অসাধারণ সমুদ্র!
সেখানেই কবি পরাজয় মেনে নিয়ে প্রেম সমুদ্রে মিশিয়ে কবিতা,
কবিতার শরীর জুড়ে বেড়ে ওঠা প্রেম আর কবি তোর চোখে তাকিয়ে অবিরত জয়ী হতে চায়।  

________
লালমনিরহাট
১৯.১০.২০২৪