বললে তুমি ‘চিটার আমি’
কি করেছি কি?
অন্ধকারে ভুল করে কী
আমায় চিনোনি?
পাগল তুমি কি যে-
এই কথাটা ভীষণ দামের
বোঝ না তা নিজে?
বললে তুমি ‘চিটার আমি’
কি করেছি কি?
চাইলে তুমি চলে যেও
বলে আমায় ‘ছি’!
তোমার যেটা ভালো
আমায় আর নাই দেখালে
দিনবদলের আলো?
বললে তুমি-‘চিটার আমি’
কি করেছি কি?
ইচ্ছে হলেই তুমি খাবে
পান্তা ভাতে ঘি?
ভুল সে তো ভুলই
সময় গেলে আসবে না আর
যতই ছিঁড়ো চুল-ই!
বললে তুমি-‘চিটার আমি’
কি করেছি কি?
সুখের আশায় তোমার কাছে
মনটা খুইয়েছি!
ওসব কথা বাদ
বামন আমি আর দেবো না
চাঁদের পানে হাত।।