নীলাঞ্জনা
তোমার ছায়ায় খুঁজে ফিরি
তোমারই শরীর, কখনো বৃষ্টি হয়ে
ভেজাও ভালোবাসার জলে তখন
সিক্ত হয় শরীর মন! তুমি ছুলেই
যেন বয়ে যায় শ্রাবণধারা, তোমার
ছায়ায় খুঁজি অবিনাশী কবিতা
যার প্রগাঢ়তা খুঁজে ক্লান্ত হয়নি
কখনো।



____________
লালমনিরহাট
সম্পাদনা
২৮.০৬.২০২৪