জ্যোৎস্নার অবগাহনে
খুঁজে প্রেম এখানে কবিও
প্রেমিক পুরুষ;
কাছে আসে নিয়ন আলো
সেজে অবিনাশী প্রেমিকা,
কবিতা খুঁজে পেল চির
আপন প্রেম পাতা জুড়ে
লেখা হল চৈতন্য মুখর
অনিন্দ্য কাব্য, আজ রাতে
সুতৃষ্ণাই প্রিয়তম
যার ছায়া জুড়ে অবস্থান
করছে মাধুকরী।
পি. কে. বিক্রম
_______________
লালমনিরহাট
১৭.০৪.২০২৪