অন্তহীন পথ আমি একা,
যদিও ছিলে তুমি এক সময়
এখন নেই! আমি একা শুধুই
একা।
স্বপ্ন ছিল অবিনাশী
ভালোবাসায় ছিল বিশ্বাস!
দূরে গিয়েছো সেও তোমারই
ইচ্ছায়, ভালো থাকতে সুখী
হতে, একা থেকে কি সুখ
খুজে সুখ ছুঁয়ে দেখা যায়।
একা চলে যায় সমস্ত দিন,
কি করে সব শেষ হয়ে যায়?
দূরে যাও তুমি বিশ্বাসে
এঁকেছিলাম হৃদয়ে রক্তাত্ব
সিঁদুররাঙা রঙ
তবে আসে প্রেম চিরন্তনী
বলেছিলে থাকবে সুখেদুখে।
আজ কোন পথ জানা আছে
কি সেই তোমার
যে পথ হারিয়ে ফেলে চলে
এসেছি অজানা পথে
চিন্তা করো না আর আমায়
খুঁজে পেলেতো।