(অনুকবিতা)

তোমার চোখের দিকে
তাকাতেই হৃদ স্পন্দন বেড়ে
যায়, বেড়ে যায় রক্তের
প্রগাঢ়তা, চোখতো নয় যেন
সমুদ্র যেখানে খুঁজে পাই
প্রশান্তি ভুলে যাই সমস্ত
ক্লান্তি।