ফিরিয়ে দিয়েছি তুমি যা
দিয়েছিলে এখন কিছুর
প্রয়োজন নেই, যখন খুব
প্রয়োজন ছিল দাওনিতো
কিছুই! প্রয়োজন বলে
দাওনি নাকি এড়িয়ে
গিয়েছো? প্রতিনিয়ত যুদ্ধ
আমি একা এই যুদ্ধে।
আমার প্রয়োজনে তুমি কেন
বরাবর পিছিয়ে যাও
কেনইবা এড়িয়ে যাও দারুণ
ছলনায়! আমিত্ব ছেড়ে দাও
সব কিছু কেন নিজের করে
রাখতে চাও? একটু ভেবে
দেখো নাকি ভেবে দেখার
সময়ও নেই।
ফিরিয়ে দিয়েছি তুমি যা
দিয়েছিলে এখন কিছুর
প্রয়োজন নেই যখন ছিল
তখনতো পাশে দাঁড়াওনি
তবে কেন এখন মায়াকান্না
দেখাচ্ছো! তুমি কেন এমন
কেনইবা বদলে গিয়েছো?
নাকি এমন ছিলে তুমি এখন
যা দেখছি।