কেন চলে যাও,
সময় কি এতো নিষ্ঠুর,
একটিবারও ফিরে তাঁকালে
না! এই আমি আর আমাকে,
কতদিন কতগুলো দিবস শুধু
তোমারই অপেক্ষা।
ভালবাসা বুঝি এমনিই, দূরে
রেখে রঙিন স্বপ্ন আঁকে, ভুল
ভেবে কেন চলে যায় সময়,
প্রিয়জন, প্রিয়তম মানুষ?
এখন আর স্বপ্ন দেখিনা।
যখন বলেছি ভালবাসি এই
আহবানকে অন্যায় ভেবে
তখনতো দূরে সরিয়ে
দিয়েছো,
আমি অপরাধী নই আমি
প্রেমিক বিপ্লবী।



_________
লালমনিরহাট
০৫.০৬.২০২৪