গিলে খেলো সব, খেয়ে নিল
সমস্তটা;
চাপিয়ে বুকের ভেতর পাষাণ,
অন্ধকার অন্ধকার বলে চিৎকার
করে উঠে একদল মানুষ: আলো
চাই আলো! আলো চাই!!
অন্ধকার গিলে খেয়ে নিল সমস্ত।

আঁধারের খেলায় মেতেছে যেজন
তাদের কে চেনে? জানা অজানা
মিলে আসবে কি সেই আলো
মিলিয়ে সব অন্ধকার,
আলো আসবেই।।



_______
লালমনিরহাট
০৪.১২.২০২৪