মাঝ মাঝে আমার সুখহীন
থাকতে ইচ্ছে করে,
কারণে অকারণে কষ্ট এসে
আলিঙ্গন করবে বারংবার
তুমিও আর আসবেনা
সুনিপুণভাবে
অশান্তি বিরাজ করবে
সবখানে
চুপটি করে থাকবো বেশ
মজাই হবে তাই না?
সুখকে আলিঙ্গন করে কি হয়
বলতে পারো নীলাঞ্জনা।