অনেকদিন পর আমাদের
আলাপ অনেক সময় ধরে
চলছিল! কত কথা কত
অভিমান কত যে অনুযোগ,
তোমার প্রতি ভালোলাগা
থেকে একধরণের
ভালোবাসা কাজ করতে শুরু
করছে আমি ঢের বুঝতে
পাই, যদিও তুমি বুঝো
আবার না বুঝার ভান করো,
আমি লুকিয়ে হাসি, অনুভব
করি তোমার অবস্থান,
ভালোবাসা এমনিই কে যে
কখন পরাজিতা হয়
ভালোবাসার কাছে কেউই
বুঝতে পারেনা।

আলাপন চলছিল
ভালোইতো, তোমার কণ্ঠস্বর
আমাকে মোহিত করে
বারংবার বুকে কাঁপন ধরে
আমি ক্রমশ পরাজিত হই
তোমাকে ঘিরে, তোমার গান
আমারও প্রাণে আনে সুর
প্রেমময় ভুবনজয়ী প্রেমিক
সেজে নিজেকে রুখতে চাই
এই সময়ে, ভালোবাসা
অবিনাশী যাকে পেয়ে বসে
সেইই বুঝে তার মর্ম;
তোমাকে জয় করতে যদি
কবি হতাম তোমারই
জয়গানে লিখে ফেলতাম
কতশত কবিতা, যার প্রতিটি
লাইন জুড়ে তুমি হতে
কাব্যের অনিন্দ্য নায়িকা,
তবে আমিতো কবি নই! নই
লেখক, কি করে তোমাকে
সাজাবো কাব্যে কবিতায়।

আলোচনা আলাপচারীতা
এই নিয়ে আমাদের
সময়গুলো অতিবাহিত
হচ্ছিল মুঠোফোনে, আমি
কখন কবি হতে চাইছিলাম
আর তুমি কবিতার অবিনাশী
নায়িকা, কবি ও কবিতার
সম্মিলিত উচ্চারণে জাগিয়ে
তোলে প্রেম! হ্যাঁ সেই মুহূর্তে
আমিই কবি এবং তোমার
প্রেমিক পুরুষ, একসময়
তুমি বললে এখন রাখছি
মুঠোফোন! আমি বললাম
কেন? তুমি বললে রান্না
করতে হবে; রান্না না করলে
খাবো কি।










_____________
লালমনিরহাটে
১১.০৬.২০২৪