অনন্ত পথ যদিও এখানে কেউ নেই কারও
থাকবার কথা নয়; সংগ্রামের ও সাম্যবাদী
রূপকল্প নয় জীবনের অংশ সংগ্রাম এখানে
একাই, ক্ষুধার্ত রাতকে অতিক্রান্ত করতে
একাই পাড়ি দিতে হবে পথ কেউই সাথে
থাকবেনা।
যুথবদ্ধ সংগ্রাম অনিবার্য পরিণতি মুক্তিই-
দিতে পারে সংগ্রাম ও বিপ্লব, বিপ্লবের জন্য
চাই মানুষ প্রকৃত মানুষ, যারা জীবনকে জয়
করে সাম্যের গানে মুক্তির চির আনন্দে,
অনিশ্চিত পথে হেটে কোন লাভ নেই বিপ্লবী
হও যুথবদ্ধ হও বিল্পবে সাম্যের পথ ধরে।
_________
মীর লাইব্রেরি
সোনালী পার্ক, লালমনিরহাট।
০১.০১.২০২৫