অভিমানে যদি লুকিরে রাখো
নিজেকে তবে নিজেকেই
বঞ্চিত করবে তুমি, অভিমান
সব বিষয়ে ভাল নাও হতে
পারে, যদি লুকিরে রাখো
নিজেকে তবে আসবে কি
করে শুভদিন।
জীবনকে জয় করতে
সংগ্রামে মিশে থাকাকেই
জীবন বলে জীবন যে সুন্দর
জীবন সংগ্রামীও, যদি জয়
করতে করতে সবকিছু তবে
নেমে এসো সংগ্রামে তবেইনা
তুমি জয়ী হবে।
শাশ্বত শান্তি চাও যুদ্ধে নেমে
যাও লুকিয়ে থেকে লাভ কি
বলো? সাম্যের চির আনন্দে
তুমিই জয়ী হবে, লুকিয়ে
থেকো না এবার বাইড়ে এসো
সূর্যের আলো লাগাও তোমার
শরীরে তেজোদৃপ্ত হও
সংগ্রামীই সুন্দর সংগ্রামীই
সত্যি।