যতবার দেখি ততই মুগ্ধ হয়ে
যাই যুবতী ও তার প্রেমালাপে,
যতই দেখি ভালোবাসা আলিঙ্গনে
খুঁজে পাই প্রেম প্রেমালিঙ্গণ।
ভালোবাসা সব কিছু কি
সবুজয়তায় ভরা?
নাকি সুন্দর করে আর
একটি ভালোবাসার বীজবোনা!
স্বপ্ন যদি পুড়ে যায়
নিয়ে যায় আগুনের শিখায়
তবে কেন-
এগিয়ে আসে ভালোবাসা?




________
সম্পাদনা
১১.০১.২০২৫