থমকে যেওনা এগিয়ে যাও
যতই অন্ধকার হোক তুমি যে
আলোর সন্ধান করছো
নিশ্চয়ই পেয়ে যাবে।
অন্ধকার দেখে ভয় পেতে
নেই এগিয়ে যাও,
যে সংগ্রামে তুমি নেমেছো
জয়ী তোমাকে হতেই হবে,
এগিয়ে যাও জয়ী তুমিই
হবেই।
স্বপ্নরা দেখিয়েছে যে স্বপ্ন
তাকে গ্রহণ কর টুকরো
টুকরো স্বপ্নগুলোকে জোড়া
লাগিয়ে তুমি নিশ্চয়ই জয়ী
হবে, সংগ্রাম যে চিরন্তন
সত্যি।