নীলাঞ্জনা
প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা গুলো ভাবছি একটা এলবামে স্বযত্নে রেখে দেবো; ভাবছো এগুলো রেখে কি হবে? যাপিত কষ্ট এবং সুখ এ-ই নিয়ে বাস্তবতা, অন্ধকার মিলিয়ে গেলে ঐতিহ্য সংগ্রাম আজন্ম লালিত ইতিহাস তখন সবাই বিপ্লবী সেজে শুধুই নিজেদের লুকিয়ে রাখবে।

আজকাল অস্তিত্ব সংকটে পতিত হয় যাপিত জীবনের গল্প মিথ্যের বেসাতি সত্যকে ঢেকে দিতে চায়; সেইসব অতি বিপ্লবী অন্ধকার মেনে নিয়ে আলোকে আবিষ্কার করতে শেখায় কি দারুণভাবে! আলো আসবে বলে অপেক্ষায় মানুষ তাদের ওদের চাপিয়ে দেওয়া পাষাণ প্রাচীরে আবদ্ধ করতে চায় চেতনা।

অনিন্দ্যসুন্দরে মানুষ খুঁজে আত্মবিশ্বাস তৈরি করে মহা সংগ্রাম, বিপ্লব, সাম্যের পথ ধরে এগিয়ে যেতে সঙ্গ বদ্ধ হতে সংগ্রামে যুথবদ্ধ হয় নিজেদের আত্ম উপলব্ধি বেছে নিয়ে মাটি মানুষ সম্পর্ক উদ্ভাবনী শক্তি জোগাতে সংগ্রামে সামিল হয় অধিকার আদায়ে, সেরকম বিপ্লব হলে জয়ী হবে মানুষ।



_______
লালমনিরহাট
রেলওয়ে স্টেশন
০৮.১২.২০২৪