উৎসর্গ: সুষ্মিতা রায়
অল্প সময় হলেও মনে হল
কতদিন আগের চেনা তুমি,
তুমি এলে যেন জয় করলে
সমস্ত, ভালবাসা বুঝি এমনিই
অপেক্ষা সত্যিই স্বপ্ন দেখায়।
তুমিইতো সত্যিই অপেক্ষায়
রেখেছিলে দেখিয়েছিলে স্বপ্ন
আমি অপেক্ষায় থেকে স্বপ্ন
দেখবার চেষ্টা করেছি
যে অপেক্ষা স্বপ্ন দেখায়।
বলেছিলে থাকবে জীবন
জয়ের গানে পাশে সবসময়
যে গানে আমিও সুরে সুর
মিলিয়ে নিজেকে করতে
চেয়েছি প্রস্তুত আগামীর
জন্য শুভময় সময়ের জন্য
আর আমাদের আগত
শুভদিনের জন্য।