উৎসর্গ: দেবী চিত্রলেখা মণ্ডল

তুমি কবি আর কবিতার মত
অনিন্দ্যসুন্দরীও বটে, অতঃপর
তুমি কবি, আমাদের দেখা হয়নি
কোনদিন! তবুও আত্মার
আত্মীয়, কোন একদিন আবিষ্কার
করেছিলাম কোন এক কবিতায়।

কবিও কবিতার উচ্চারণে যে
ভালোবাসার সৃষ্টি হয়েছিল পাঠক
মনে যেন ভালোলাগার বীজ
বপণ করেছে তুমি এবং তোমার
কবিতা, প্রাণের আকুতি খুঁজে
পেলাম কবিতায়।

কবি এবং কবিই, অদেখা
ভালোবাসা অনুপ্রাণিত প্রেম
একটা মেলবন্ধন তৈরি করলে,
আত্মার উপলব্ধিতে হ্যাঁ কবি ও
কবিতার উচ্চারিত শব্দে ফুটিত
হয় ফুল, ফল আর একটা চির
সবুজ প্রেম।

সংসার বিবাগী মানুষ কি তোমার
স্পর্শে এসেছিল কখনো? কিংবা
বিশ্বাস ছুঁয়েছিলে প্রশান্তির বৃষ্টির
মত? কবিতার উচ্চারণে যে গান
রচিত হয়েছিল সেখানেও মানুষ
প্রকৃত আর মানুষের জীবন জয়ে
কি অপরূপ উপলব্ধিতে গেঁথে
গেলে গান যার সুরে মোহিত
আমাদের রাতের চাঁদ দিনের সূর্য।

আমি প্রেমিক পুরুষ সেজে
কবিতাকে জয় করেছি এবং
প্রেমিক হতে ছুঁয়েছি চাঁদ, ছুঁয়েছি
জ্যোৎস্নাময়ী আলো, ছুঁয়ে দেখি
মাটিও মানুষ আর তাঁদের
প্রান্তিকতা, প্রেম এবং প্রেমিকা
বরাবর আমাকে দিয়েছে ফাঁকি
তবুও আমি প্রেমিক পুরুষ সেজে
জয় করি শুধু তোমার কবিতাকে।

___________
লালমনিরহাট
২৫.০৬.২০২৪