এখনো স্বপ্ন নিয়ে স্বপ্ন দেখি
তোমার দেয়া স্বপ্ন, তুমিতো
আমার স্বপ্ন পুরুষ কবিতার
মতো দৃপ্ত উচ্চারণে জাগিয়ে
প্রগাঢ়তা শেষরাতের সাহসী
স্বপ্ন, যে প্রথম রাতে
মাধুরীমাখা অনুভূতি নিয়ে
জাগিয়েছিলে বিশ্বাস ছুঁয়ে
দিয়েছিলে ভালোবাসা।
জীবনকে উপভোগে যখন
তোমাকে আবিষ্কার করি
খুঁজে বিশ্বাস, স্বপ্নগুলো
সাজিয়ে মনের কোণে তুমি
যেন কবিতার প্রগাঢ়
আলিঙ্গনে বেঁধে দিলে সমস্ত
অনুভব, আজ যখন
নিজেকে নিয়ে ভাবি
প্রশান্তির বাতাস ছড়ায়
চারপাশ, কবি আর কবিতার
মধ্যে আছি জয় করে তোমাকে।