(অনুকাব্য)
তুমি যদি যেতে চাও চলে
যাও তোমার ঠিকানায়
আমি আছি আমার অবস্থানে
আমার ঠিকানায়
যতদূর যেতে চাও যাও
ফিরে।