চাঁদের স্নিগ্ধ আলো কখনো
গায়ে লাগিয়েছো কি কিংবা
জ্যোৎস্নার প্লাবনে
ভিজেছিলে কখনো? নিয়ন
আলোয় যে ভালোবাসা
জড়িয়ে নেয় চাঁদ তাকে তুমি
এড়িয়ে যাবে কেমন করে।

চাঁদ এবং জ্যোৎস্না মিলিয়ে
এক প্রগাঢ় ভালোবাসা সৃষ্টি
হয় ঠিক সেরকম ভালোবাসা
তোমার জন্য আমারও তৈরি
হয়েছে , এ ভালোবাসা
অবিনাশী যায় শুরু আছে
কিন্তু শেষ নেই; তুমি মিলিয়ে
নিও প্রেম এবং প্রেমিকা
মাঝখানটা যে আর্কষণ তৈরি
করে সেটি অনুভব করেছো
কি।

সমস্ত অনুভূতি জুড়ে যে
থাকে সবসময় তাকেই প্রেম
বলে সেই প্রেম কিংবা
ভালোবাসা কি করে ভুলে
যাই বা অস্বীকার করি? সে
যে অস্তিত্ব জুড়ে অবস্থান
করে অবিরাম, ভালোবাসা
বুঝি এমনই যা গ্রহণ করা
যায় কিন্তু অস্বীকার করা
যায়না।










______________
সম্পাদনা
লালমনিরহাট
১৩.০৬.২০২৪