(কবি এবং সাংস্কৃতিকজন
রেজাউল করিম মুকুল আপনাকে বিনম্র শ্রদ্ধা নিবেদন)

দিনের শেষে সব শেষ হয়
গেলো সেটিও আর কেউ
বলেনা- "ভালোবাসায়
দুঃখকে আপন করে নিতে
হয়" বলবেনা আর কেউ
এমন ভাবে; ভালোবাসা
অবিনাশী চাওয়া
বিশ্বাসের কুঁড়েঘর হলেও
জ্যোৎস্নার আলো এসে
ভরিয়ে দেয়- কবি আর তার
প্রিয়তমা প্রেমিকাই কবিতা।

কবি জ্যোৎস্নার নিয়ন আলো
বিলিয়ে দেয় আমি এবং
আমরা প্রেমময় প্রেমিক
সেজে অবগাহন করি তার
আলোয়, যে প্রেম অবিনাশী
সেই প্রেমে জেগে থাকি , তুমি
কবি আমাদের চেতনার দীপ্ত
মশাল, অনিন্দ্যসুন্দর কবি
যার প্রাণবন্ততা আমাদের
এখনো জাগায় আমরাও
জেগে থাকি।

_____________
লালমনিরহাট
সম্পাদনা
৩১.০৫.২০২৪