আমি পথ চেয়ে বসে থাকি
রাত থেকে দিন
দিবসের প্রথম আলো
আমাকে ছুঁয়ে যায়।

সুপূর্ণিমা রাতে আমি চাঁদকে
দেখি
জ্যোৎস্নাময়ী আলো বড়
ভালবেসে আমায় ভিজিয়ে
দেয়।




_________
অনু-কবিতা