প্রিয় নুপুরকে নিবেদিত
কে তুমি?
তুমি সুনন্দিতা কাব্যের অবিনাশী
প্রকাশ, যে প্রেম জাগিয়ে তোলে
পুরুষের অনুভব,
অনুরাগ-.অনুভূতি, নদী ও
সমুদ্রের সম্মিলিত ভালোবাসা
যেমন সেরকম, তুমি কি সেই
যাকে লিখতে গিয়ে কবি হয়ে যায়
অরিন্দম; ছুঁয়ে দেখে চাঁদ-
জ্যোৎস্না; এখনো অবগাহন করে
জ্যোৎস্নার প্লাবনে।
অরিন্দম-সুনন্দিতার প্রেম, অনন্ত
বিশ্বাস পাঠক প্রেমে, যারা
জীবনের সাথে মিলিয়ে এখনো
প্রেমিক-প্রেমিকা সেজে উঠে-
প্রতিমুহূর্তে।
আকাশটা ছুঁয়ে মেঘ হতে চাইলে
তুমিও সুনন্দিতা হয়ে যাও!
অরিন্দম অপেক্ষা করে সাজিয়ে
রেখেছে দিনবদলের স্বপ্ন;
অপেক্ষা স্বপ্ন দেখায় কবির
কবিতার মতো চিরন্তন।
তুমি কী সেই? সুনন্দিতা-
অরিন্দমের কাব্যের বাস্তবতার
অনন্য সৃষ্টি; নদীতে স্নানরত
অনন্ত যৌবনা দূরন্ত কিশোরী,
আর কিশোরের খামখেয়ালি প্রেম
আর ভালোবাসা।
________
লালমনিরহাট
০৫.১১.২০২৪