উৎসর্গ: রত্না বসাক
চেয়ে আছো
কি গভীর চাউনি
মেঘ দেখছো বুঝি?
আমাদের সারা আকাশময়
এরকম মেঘ ঘুরে বেড়ায়,
অন্ধকারময় দেশ, সমাজ,
এমনকি মনের গভীরেও
জমে কাল মেঘ।
চেয়েই রইবে আমাকেও
দেখবেনা একবার?
বুকে পাষাণ চাপিয়ে ভালো
কিছু দেখতে কেন চাও!
কৃষ্ণপক্ষ চলছে চারদিকে,
অমানিশা ঘিরে আছে
সবখানে, তবুও আলো
দেখতে দূরে তাকিয়ে আছো
তুমি? এভাবে আলো পাওয়া
বা দেখা যায় কি।
____________
লালমনিরহাট
১৬.০৫.২০২৪