সবাই চলে গেলো;
অনেকেই এসেছিল চলেও গেলো!
এখানে আমিই একা যদিও অনেকের মাঝে খুঁজেছিলাম প্রিয় মানুষ প্রিয় স্বজন, না কেউই আপন নয়;
পথে পড়ে থাকে গন্ধমাখা
ফুল, রক্ত গোলাপ মলিন তার পাতা, একসময়
সুগন্ধ লেগেছে আমারও নাকে; তবে ছুঁয়ে দেখিনি!
সবাইতো চলে গেলো যে যার
মত এসেছিল, এখানে তবে
আমি একা আর পড়ে থাকা
সুগন্ধি সেই ফুল।






___________
সম্পাদনা
লালমনিরহাট।
১১.০৮.২০২৪