মানুষ ও প্রকৃতি এখানে সমান্তরাল এক এবং অভিন্ন, উদ্ভাসিত সত্যির মতো আর কি কিছু আছে: শাশ্বত শান্তি প্রগতিময় জীবনধারা বাতিয়ে দিতে পারে মুক্তি, সাম্যের চিরনতুনে তুমি এবং আমরা সামিল হলে মুক্তি আসবেই; শাশ্বত শান্তির মিছিলে মানুষ খুঁজে মনুষ্যত্ব জাগাতে লম্বা লাইল দরকার, তুমি এবং আমরা সেই লাইনে দাঁড়িয়ে এসো প্রকম্পিত করি জনপথ, মুক্তি আসবেই যদি তুমি মানুষ হও।




___________
লালমনিরহাট
১৮.০৭.২০২৪