সময় কি তবে দুঃসময়ে দাঁড়িয়ে;
নাকি
অবগাহন করছি দুঃসময়ে কাছে?
কতটা পথ অতিক্রম করে এসেছিল মুক্তি,
যুদ্ধ জন-যুদ্ধ-
ক্ষুধার্ত রাতকে অতিক্রান্ত করে-
স্বাধীনতা স্বাদে মেতে ছিল বাঙলা ও বাঙালী।
একটি পতাকা পেলে-
ফিরে আসবে মায়ের কোলে সন্তান, স্বজন হারিয়ে পিতা, মাতা হারিয়ে সন্তান।
বোন হারিয়েছে সম্ভ্রম
পাগল হলেও সমস্বরে চিত্কার করে
বলছিল এই বাঙলা ও বাঙালির স্বাধীনতা অনেক জীবনের মূল্যে-
হে স্বাধীনতা তোমাকেই পেয়েছি।।
________
সাপটানা সড়ক, বাহাদুর মোড়,
লালমনিরহাট-৫৫০০
২৮.১২.২০২৪