(অনুকাব্য)

রিক্ত মাঝে অপূর্ণতা
ভয় শূণ্য বিরহী বাতাসে
তুমি বসন্ত কোকিল নও,
শুধুই বিরহ "ভেবে নিও পাশে
আছি"
এই বলে জীবন জয়ের গান
কি করে গাইবে?
জীবন কিন্তু একটাই জেনে
রেখো।।