অস্থির মন কাঙ্গাল হৃদয় সেতো তোমার
শূন্যতা কাব্যের অজানা সুখ মাখোমাখো
প্রগাঢ়তা এখানে তুমিই অনুপস্থিত ভাসাতে
আর ভেজাতে কিংবা হৃদয়ের আকুতি তুমি
অনুভব কর কী?

রিক্ত মাঝে অপূর্ণতা ভয় শূণ্য বিরহী বাতাসে
তুমি বসন্ত কোকিল নও শুধুই বিরহ-
"ভেবে নিও পাশে আছি" এই বলে জীবন
জয়ের গানে কি করে গাইবে? এভাবেই কি
জীবন জয়ের গান গাওয়া যায়।



________________
সম্পাদনা
লালমনিরহাট।
২৫.০৩.২০২৫