সুতৃষ্ণা
তোমার দীর্গস্বাসের শব্দরা
ঠিকই কাঁপিয়ে দেয় আমায়
হৃদয় মন্দির, আত্ম  উপলব্ধি
করি তোমার দীর্ঘস্বাসের,
গভীর উপলব্ধি অমিত বাণী
বুঝতে অবিরাম চেষ্টা, কত
অভিমান কত অনুরাগে বেঁধে
রেখেছো নিজেকে।

সুতৃষ্ণা
দুঃখ এসে জড়িয়ে ধরে
তোমাকে তুমি জয় কর
দুঃখকে এই দিন এই রাত
এগুলো নিয়েই যাপিত
জীবনের গল্প জীবনতো
এমনিই তবুও বয়ে যায় নদীর
মত এই জীবন, অনিন্দ্য
আয়োজন বেদনা লুকানোর
নিজের একটু জায়গা খুঁজে
একদিন নিশ্চয়ই আসবে।

সুতৃষ্ণা
নিজেকে লুকিয়ে রেখে
আমাদের এইযে ছুটে চলা
এর নামই জীবন, নদীর মত
চলমান জীবনে এখানে
আসে ঝড় আবার কখনো বা
অকাল কাল বৈশাখী তবু
থেমে গেলে চলবে? প্রশ্ন কর
নিজেকে উত্তর পেয়ে যাবে,
থেমে গেলে চলবে না এগিয়ে
যেতেই হবে, এগিয়ে যাওয়ার
নামই জীবন।

___________
লালমনিরহাট
২২.০৩.২০২৪