তোমার তীব্রতা নাভিমূলে
ছুঁয়েছিল আগুন, কামনাযুক্ত
প্রেম অহংকার মেশানো
অভিব্যক্তি আর প্রেমিক হতে
না পারা যুবক কবে
নেমেছিল বলো প্রেম
যমুনায়।
প্রেমের জন্য প্রার্থণা করে
দেখো মিলে যায় প্রেমিক
এখানে ভরা জল ছুঁয়ে দেখো
মিটিয়ে নেও,
গ্রহণ করো সুধা সিক্ত ঘাশে
মেলে যাবে প্রেম,
যদি ছুঁয়ে দেখো শরীর
ঝরবে জল কামনার।