আলো আঁধারের এই খেলায়
নিজেকে জয়ী ভাবতে চাইনি
কখনো রঙ মেখে সঙ সেজে
আর যাই হোক না কেন জয়ী
কি হওয়া যায়? অন্ধকারে
লুকিয়ে থেকে আলোর
সন্ধ্যান করা কিন্তু বোকামি
ছাড়া কি হতে পারে।
আলো আঁধারের খেলায়
নিজেকে কেন বন্দি রাখো,
লুকিরে যদি সব জয় করা
যেতো তবে লুকিয়ে কেন
লুকাও মুখ; প্রশ্ন করে উত্তর
জানা যায়না আত্মতুষ্ট নিয়ে
লুকিয়ে যাওয়া যায়না, এই
যে আলো এবং তার
ঝলকানি এখান থেকে
শেখার আছে অনেক।