সুনন্দিতা
চোখ বন্ধ করলেই তোমাকে
দেখতে পাই, অনুভবে সামনে আসো, ভালবাসা বুঝি এমনিই সত্ত্বা জুড়ে তোমারই অবস্থান, তুমি
আমার আনন্দ আশ্রম স্বপ্ন
এবং বাস্তবতায় মিশে
আছো।

সুনন্দিতা
তোমার উষ্ণতা অনুভব করি চোখ বন্ধ করলে টের পাই উপস্থিতি, সমস্ত অনুভূতিতে তোমার অবস্থান আগের
মতোই, মিলিয়ে দেয় যেমন
নদী আর সমুদ্র।



_____________
সম্পাদনা
লালমনিরহাট
০৩.০৩.২০২৫