জয়ী হবে যদি পরাজয় মেনে
ছুঁয়ে দেখো রক্তাক্ত তিলক!
আবেশে জড়ায়ে শরীর দিয়ে
পরে কামাক্ত ঘাম,
ভালোবাসার এক নোনাজলে
সমুদ্র মাঝে প্রেমিক প্রেমিকা
থাকে আর কতক্ষণ।

ছুঁয়ে দাও যদি জেগে উঠে
রক্তের প্রগাঢ়তা,
মিটুক তৃষ্ণা শরীর এবং
মনের, তুমি ছুলেই প্রশান্তি
মুগ্ধতা ছুঁয়েছি কামনার
শিশির।

স্পর্শে অনুভূতির
জন্ম হলে পুলকিত হয় মন
অজানা শিহরণ জাগায় শরীরে শরীরে,
প্রশান্তির কামনায় ঝরে পরে
ভালোবাসা।