পরাজয় মেনে নিয়েছি আর
জয়ী হতে চাইনা, অনিশ্চিত
পথ এখানে যাত্রী আমি
একা,
ভয় দেখিয়ে লাভ নেই জানি
পরাজিতরা এখন কি আর
ভয় পায়।

যা চেয়েছো সবই দিয়েছি
তোমার অর্ঘ্যে তবু তুমি তুষ্ট
হলেনা তাই পরাজয় মেনে
এখন আর জয়ী হতে চাইনা,
দেবার মত আর কিছুই নেই
তুমি যাতে তুষ্ট হও।