চলে যাচ্ছি
যেখান থেকে
এসেছি সেইখানে চলে
যাচ্ছি, অনুযোগ অভিযোগ
তোমার প্রতি কিছুই নেই,
তোমার যা ভাল তুমিই তাই
করেছো।
ভাঙা ঘর ভাঙা খাট যে
ঘরের জানালা আছে কিন্তু
জানালার দরজা নেই, আলো
আসে সূর্য কিংবা চাঁদ হ্যাঁ
আমি তাদের সাথে
উপভোগই করি দিন কিংবা
রাত।
অনেক অভিযোগ করে
ফেললে কিছু বিষয়ে, কি ভেবে এত অভিযোগ
আমিতো ভেবেই পাইনা
কোন অভিযোগে বন্দি
করছো।
তোমার আহবানে সারা দিয়ে
ছুটে গিয়েছি তোমাদের
উদ্দেশ্যে! কিন্তু বিশ্বাস তুমি করনি, আমি অবাগ হয়ে
ফিরে আসি আমার উদ্দেশ্যে।
ফিরে যাচ্ছি যেখান থেকে
এসেছিলাম তোমার দ্বারে, তুমি মুখ ফিয়ে নিয়েছো আর
করেছো অভিযোগ!এই ভেবে আমি
আনন্দিত হই উদ্ভাসিত হই,
অকারণে অভিযোগের জালে
বন্দি করেছো।
সবাইকে সবকিছু পেতেই
হবে তার কোন কারণ নেই,
একা এসেছি যাচ্ছিও একা!
হ্যাঁ তোমার অভিযোগ মাথা
পেতে নেব এটা ভেবে
থাকলে বড় বেশি ভুল
করেছো, অবিশ্বাসের জালে
আর কত বন্দি রাখতে চাও?
জানি তুমি শুধুই ভুলের
মধ্যেই আছো; না তোমার প্রতি অভিযোগ নেই, নেই অভিমান।
চলে যাচ্ছি আমার ভাঙা ঘরে
রাতের চাঁদ দিনের সূর্য
দেখবো বলে, আমার দুখের
দিনে সঙ্গী হতে এসোনা,
ফিরে যাই আমার দেশের
মাটি মাখানো গ্রামে যেখানেই
আত্মপরিচয়, মাটির
চিরচেনা পথ ধরে ফিরে
যাচ্ছি আমার ঘরে যে ঘরে
চাঁদ আর সূর্য মিলিত হয়ে
আমাকে ভালবেসে গ্রহণ
করেছে।।
০৯.৫.২০২৪