সব মেনেছি আপনারা যা দেখাতে এবং করতে চাইছেন! যা ইচ্ছে করুন, এখন শুধু দেখার পালা, আমরা দেখে যাচ্ছি: আমাদের দেখাতেইতো সব করছেন! সব মেনে নিয়ে যখন আপনাদের দেখার পালা শেষ হলে হিসেব নেমে এই মানুষরা।
মিথ্যে দিয়ে সত্যিটাকে পরিমাপ চাইছেন? তাই মাপুন সময় যে আপনাদের, মানুষকে কি পরিমাণ করতে চাইবেন? সেটিও করুন মাপুন; সাবেবদের টিভির বাক্সে সবই দেখতে কিন্তু; ভুলে যেতে চাইছেন এই মানচিত্র এই বাঙলা এবং বাঙালি।
সব অর্জন তাও ভুলাতে চাইছেনতো ভালো কাজ এটিও করুন সানন্দে! মিথ্যে দিয়ে সত্যি কি আসলেই ঢাকা যায়? প্রশ্ন কিন্তু ঘুরছে এই বাঙলা ও বাঙালির আকাশে; সময় কি বদলে দিতে চান? তাও করুন আনন্দে, অতি আনন্দ আবার বিষাদে পরিণত হবেনা তার নিশ্চয়তা দেবেন কি আপনারা।
বারুদ যতই দেশলাইটায় বন্দি থাকে ততই নিরাপদ ভাবছেন? না একবার জ্বলে উঠলেই মহাবিপদ; দেখান তাই দেখি আপনার যাদুর বাক্স কতক্ষণ মিথ্যেকে বন্দি রাখতে পারেন; অপ্রচার করে বিপ্লব নামক শব্দটাকেও কলঙ্কিত করা সেটাও কি আপনাদের সত্যির অংশ।
__________
১৩.০৮.২০২৪