(অনুকবিতা)


কুয়াশা ঘেরা সকালে
হেটে যাচ্ছি...
পূর্ব দিগন্তে সূর্য উঠার
আগেই,
শুধু তোমাকে দেখার
তোমাকে দেখার,
কুয়াশা সিক্ত ঘাসে পা
রাখতেই
আমি যেন রোমাঞ্চকর কিছু
একটা অনুভব করলাম,
তারপর হাটছি আর তোমার
কথা ভাবতে হঠাৎ দেখি তুমি
আমার পাশে দাঁড়িয়েছো
নীলাঞ্জনা।।