তোমার ছায়ায় খুঁজে ফিরি
তোমারই শরীর কখনো
কখনো মনে হয় তুমি
সুনামির চেয়েও ভয়ংকর
লণ্ডভণ্ড করছো আমার
দশদিক, তবুও তুমি কবির অবিনাশী কবিতা।
তোমার ছায়ায় খুঁজে ফিরি
তোমারই শরীর
কখনো কখনো তুমিই
অবিনাশী কবিতা যার প্রতিটি
লাইনে উচ্চারিত হয়
ভালোবাসা প্রেম পাগলিনী
তুমি আর তোমার সব
চাওয়া।
তুমিতো অবিনাশী তবুও
তোমার ছায়ায় খুঁজি তোমার
শরীর,
কবিতা প্রেম বিরহ সব
মিলিয়ে যে তুমি হোকনা সে
সুনামি আর যতই লণ্ডভণ্ড
হোকনা কেন।