হিসেব মিলছেনা তাইতো
কিন্তু আপনারা যে হিসেব
মেলাতে চাইছেন সে হিসেব
মেলানো সম্ভব নয় কারণ
হিসেবটা যে বেহিসাবি!
সবকিছু কেন নিজেদের মত
ভাবেন আপনারা? প্রশ্ন করে
যদিও কোন লাভ হবেনা
তবুও প্রশ্ন করতে ইচ্ছে করে।
আপনাদের দেখে সাধারণ
মানুষও হেসে উঠে বুঝে
ফেলে আপনাদের আসল
হিসেবটা কি, কি হিসেব
মেলাতে চান আপনারা;
যদিও সাধারণ মানুষ
গুলোকে আপনারা মানুষই
ভাবেন কোথায়? তবে এই
মানুষ গুলোকেও মাঝেমাঝে
আপনাদের খুবই দরকার হয়
তাইনা।
একটু ভেবেছেন কখনো এই
মানুষদের কথা? আপনারা
যদিও আপনাদের নিয়েই
ব্যস্ত তাদের কথা ভাববার
আপনাদের সময় কোথায়!
শুধু নিজেদের নিয়ে ব্যস্ত
থাকছেন আপনি এবং
আপনারা, এই সাধারণরাই
আপনাদের প্রয়োজন মেটায়
সেটিও ভুলে জান।
যতই হিসেব মেলান না কেন
আর কিন্তু হিসেব মিলবেনা
মেলাতেও চেষ্টা করে লাভ
হবে বলে মনে হয়না, এটাই
বাস্তবতা মেনে নিন না;
একসময় মেনে আপনাদের
নিতেই হবে তখন সময় কি
পাবেন? এই হিসেব বড়ই
কঠিন তাই মিলছেনা।
সময় শেষ হতে আর বাকি
নেই! এবার আপন মহিমায়
গড়িয়ে যাচ্ছে সময়, আসছে
যে সময় তা শুধু সাধারণ
মানুষ গুলোর এই সময়
জ্বলে উঠবে আগুন আর
সেই আগুনে পুড়ে যাওয়ার
ভয় আছে তাই বলি
আপনাদের আর হিসেব
মেলাতে যাইয়েন না, সময়
গুলো মেলাতে জেগে উঠার
এইতো সময়।
____________
লালমনিরহাট
০৯.০৪.২০২৪