কখনো বুঝতে চেয়েছো
আমার কষ্টগুলো, আসলে
বুঝতেই চাওনি উপলব্ধি
করতে হয় বুকের গভীরে
কতটা কষ্ট লুকিয়ে রেখেছি!
অবিরাম সুখ খুঁজে কি সুখ
পাওয়া যায় গভীরতা
উপলব্ধি কর তবেইনা বুঝবে।
বুকের গভীরে জ্বলন্ত আগুন
পুড়িয়ে দেয় প্রতিনিয়ত, পুড়ে
যায় হৃদয় যেখানে তোমার
অস্তিত্ব লুকিরে রাখতে
চেয়েছিল, পোড়া হৃদয়ে কি
আর ভালবাসার মানুষকে
লুকিয়ে রাখা যায় নিশ্চয়ই
তা যায়না।
একদিন সব খেলার হবে
অবসান এইযে চাওয়া এইযে
পাওয়া নিয়ে আমাদের
ব্যস্ততা সুখ খুঁজে ক্লান্ত হয়ে
তবুও আমরা নিজেদের নিয়ে
ব্যস্ত হয়ে যাই যেন 'আমি
ভাল থাকলেই সব ভাল'
কাউকে উপলব্ধি করবার
সময় কোথায় আমিতো
আমাকে নিয়েই ব্যস্ত।